সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ২৪Rajit Das
আজকাল ওেবডেস্ক: উত্তরাখণ্ডের চালু হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। ফলে লিভ ইন সম্পর্কের ক্ষেত্রেও বহু নিয়ম কার্যকর হয়েছে। ওই রাজ্যে লিভ ইনের ক্ষেত্রে যুগলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। কিন্তু অনেক লিভ ইনে থাকা অনেক যুগলই মনে করছেন বাধ্যতামূলক রেজিস্ট্রেশন ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তায় আঘাত করছে। লিভ ইন সম্পর্কে থাকা এক যুবক সম্প্রতি ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা রক্ষার তাগিদে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার শুনানি হয় উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি জি নরেন্দ্র ও বিচারপতি অলোক মেহরার বেঞ্চে। এ দিন শুনানিতে আদালত বলে, 'বিয়ে না করেও একসঙ্গে নির্লজ্জভাবে থাকছেন। গোপনীয়তার কী আছে? সম্পর্কের কথা সবাই জানে। রাজ্য একসঙ্গে থাকতে না করছে না। শুধু রেজিস্ট্রেশন করতে বলছে।'
২৩ বছর বয়সি যুবক আদালতে জানান, উত্তররাখণ্ডে কার্যকর অভিন্ন দেওয়ানী বিধির নিয়মে ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘিত হবে। মামলাকারীর আইনজীবী অভিজয় নেগি আদালতে বলেন, "রেজিস্ট্রেশনের সময় আধিকারিকরা আসবেন। ফলে সমাজের বিভিন্ন অংশে তা চর্চার বিষয় হয়ে উঠবে।"
পাল্টা প্রধান বিচারপতি জি নরেন্দ্র প্রশ্ন করেন, "রাজ্য বলছে না যুগল একসঙ্গে থাকতে পারবেন না। আপনারা কি সবার থেকে লুকিয়ে কোনও গুহায় গিয়ে থাকছেন? সমাজেই তো আছেন। বিয়ে না করে নির্লজ্জভাবে একসঙ্গে থাকছেন। সেখানে গোপনীয়তার কী আছে?" বিচারপতির পর্যবেক্ষণ, "আপনারা একসঙ্গে থাকছেন। সমাজ জানে, আপনাদের প্রতিবেশীরা জানেন। তাহলে কোন গোপনীয়তার কথা বলছেন।"
তখন মামলাকারীর আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল লিভ ইন-কে এখনই ঘোষিত সম্পর্ক হিসাবে দেখাতে চান না। তার প্রেক্ষিতে বিচারপতিরা বলেন, যুগলের রেজিস্ট্রেশন করার মানে এমন নয় যে এই সম্পর্কটি একটি ঘোষিত সম্পর্ক হয়ে যাবে। উচ্চ আদালত আরও স্পষ্টভাবে মামলাকারীর আপত্তির কথা জানাতে বলেছে।
দেশের প্রথম রাজ্য হিসাবে গত ২৭শে জানুয়ারি উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়। যা রাজ্যের সকল ধর্ম, বর্ণ জাতের নাগরিকের জন্য বিয়ে, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তি, উত্তরাধিকার এবং দত্তক গ্রহণের ক্ষেত্রে একই আইন প্রযোজ্য হয়। লিভ ইনের ক্ষেত্রেও নিয়মে বদল ঘটে। লিভ ইন সম্পর্কের জন্য তা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক হয় এবং বয়স ২১ বছরের কম হলে বাবা-মায়ের সম্মতি নিতে হবে। কোনও যুগল লিভ-ইন সম্পর্ক ঘোষণা করতে ব্যর্থ হলে, বা মিথ্যা তথ্য দিলে, তিন মাসের কারাদণ্ড বা ২৫,০০০ টাকা জরিমানা, অথবা উভয়ই হতে পারে। এমনকি রেজিস্ট্রেশন এক মাস বিলম্বের জন্যও তিন মাস পর্যন্ত কারাদণ্ড, ১০,০০০ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডই হতে পারে।
নয়া আইনটি লিভ-ইন সম্পর্কের ফলে জন্ম নেওয়া সন্তানদের "দম্পতির বৈধ সন্তান" হিসেবে স্বীকৃতি দেয় এবং উত্তরাধিকারে তাদের সমান অধিকার নিশ্চিত করে। ছেলে এবং মেয়ে উভয়কেই "সন্তান" হিসেবে উল্লেখ করা হবে, কোনও লিঙ্গগত পার্থক্য থাকবে না।
নানান খবর
নানান খবর

নিষ্পাপ শিশু মন কেড়েছে নেটপাড়ার বাসিন্দাদের, দেখুন ভাইরাল সেই ভিডিও

'কথা বলার মানুষ কই?', সঙ্গীর অভাবে দিনের পর দিন মৌন ব্যক্তি, কাহিনি শুনলে চোখে জল আসবে

সুপ্রিম কোর্টকে আক্রমণ: দল দায়িত্ব ঝেড়ে ফেলেছে, এবার আরও বিপাকে বিজেপি সাংসদ নিশিকান্ত

এ সন্তান তাঁর নয়', স্ত্রীয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্বামীর!

'আইনের শাসন নাকি পেশীশক্তির আস্ফালন?', অবৈধ নির্মাণ নিয়ে রাজ্যকে তুলোধনা হাইকোর্টের

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘সংবিধান বাঁচাও’ র্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব